আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৮৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
আহারের পূর্বে ও পরে রাসূলুল্লাহ এর দুআ
১৮৯।ইয়াহ্ইয়া ইবন মুসা (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ বলেছেন, তোমাদের কেউ যদি খাবার সময় আল্লাহর নাম (বিসমিল্লাহির রহমানির রাহীম) উচ্চারণ করতে ভুলে যায়, তাহলে সে যেন ( স্মরণ হলে) 'বিসমিল্লাহির আওয়্যালাহু ওয়া আখিরাহ' (খাবার শুরুতে ও শেষে আল্লাহর নাম স্মরণ করছি) বলে খাবার খায়।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ : حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوائِيُّ ، عَنْ بُدَيْلٍ الْعُقَيْلِيُّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ ، عَنْ أُمِّ كُلْثُومٍ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَنَسِيَ أَنْ يَذْكُرَ اللَّهَ تَعَالَى عَلَى طَعَامِهِ فَلْيَقُلْ : بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَهُ.
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছটিতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে আদেশ করেছেন। কিন্তু অনেকের তা বলতে মনে থাকে না। খাওয়া শুরু করার পর হয়তো নিজেরই মনে পড়ে অথবা অন্য কেউ স্মরণ করিয়ে দেয়। এমনও হতে পারে যে, এক ব্যক্তির জানাই নেই খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। খাওয়া শুরু করার পর কেউ তাকে এটা শিখিয়ে দিল। তা যেভাবেই হোক না কেন, খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয়, তা ভুলে হোক বা ইচ্ছাকৃত, সে ক্ষেত্রে কী করণীয়? এ হাদীছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও শিখিয়ে দিয়েছেন। তিনি বলেন, শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখন স্মরণ হবে তখন بِسْمِ الله أَوَّلَهُ وَآخِرَهُ (এর শুরুতে এবং শেষে আল্লাহর নামে) বলবে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত।
খ. শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখন স্মরণ হয় তখন بِسْمِ الله أَوَّلَهُ وَآخِرَهُ বলবে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত।
খ. শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখন স্মরণ হয় তখন بِسْمِ الله أَوَّلَهُ وَآخِرَهُ বলবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)