আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৪০০
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর মীরাছের বিবরণ
৪০০। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ ফাতিমা (রাযিঃ) আবু বাকর (রাযিঃ)-এর কাছে এসে বললেন, আপনার ওয়ারিছ কে হবে? বললেন, আমার পরিবার-পরিজন ও সন্তান-সন্ততি। ফাতিমা (রাযিঃ) বললেন, তবে আমি কেন আমার পিতার ওয়ারিছ হবো না? আবু বাকর (রাযিঃ) বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি, আমার কাউকে ওয়ারিছ করিনি। তবে রাসূলুল্লাহ্ (ﷺ) যাদের জীবিকা নির্ধারণ করে গেছেন, আমি তা বলবৎ রাখব এবং যাদের জন্য রাসূলুল্লাহ্ (ﷺ) খরচ করে গিয়েছেন, আমিও তাদের জন্য খরচ করব।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : جَاءَتْ فَاطِمَةُ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَتْ : مَنْ يَرِثُكَ ؟ فَقَالَ : أَهْلِي وَوَلَدِي ، فَقَالَتْ : مَا لِي لاَ أَرِثُ أَبِي ؟ فَقَالَ أَبُو بَكْرٍ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : لاَ نُورَثُ ، وَلَكِنِّي أَعُولُ مَنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُولُهُ ، وَأُنْفِقُ عَلَى مَنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنْفِقُ عَلَيْهِ.