আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪০১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর মীরাছের বিবরণ
৪০১। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)... আবুল বুখ্তারী থেকে বর্ণনা করেন যে, 'উমার (রাযিঃ) খিলাফতকালে 'আব্বাস (রাযিঃ) ও আলী (রাযিঃ) একে অপরের বিরুদ্ধে তাঁর কাছে অভিযোগ করেন এবং একে অপরকে বলতে থাকেন, (তুমি এরূপ, তুমি সেরূপ) তুমি এই করেছ, তুমি সেই করেছ। 'উমার (রাযিঃ), তালহা (রাযিঃ), যুবায়র (রাযিঃ), আব্দুর রহমান ইবন 'আউফ (রাযিঃ) ও সা'দ (রাযিঃ)-কে বললেন, আল্লাহর কসম দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা কি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুননি যে, নবীদের সকল সম্পদ সাদৃকা হয়? অবশ্য যা পরিবারের আহার বাবদ খরচ হবে, তা এর অন্তর্ভুক্ত নয়। যেমন, রাসূলুল্লাহ্ (ﷺ) --এর উক্তি, আমরা কাউকে উত্তরাধিকারী করিনি। এই হাদীসে একটি দীর্ঘ বর্ণনা আছে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ الْعَنْبَرِيُّ أَبُو غَسَّانَ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ ، أَنَّ الْعَبَّاسَ ، وَعَلِيًّا ، جَاءَا إِلَى عُمَرَ يَخْتَصِمَانِ يَقُولُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا لِصَاحِبِهِ : أَنْتَ كَذَا ، أَنْتَ كَذَا ، فَقَالَ عُمَرُ ، لِطَلْحَةَ ، وَالزُّبَيْرِ ، وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ، وَسَعْدٍ : أَنْشُدُكُمْ بِاللَّهِ أَسَمِعْتُمْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : كُلُّ مَالِ نَبِيٍّ صَدَقَةٌ ، إِلَّا مَا أَطْعَمَهُ ، إِنَّا لاَ نُورَثُ ؟ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান