মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৪. নামায অধ্যায়
হাদীস নং: ১১৬
নামায অধ্যায়
তাশাহহুদে বসার পদ্ধতি
১১৬। হযরত নাফে' (রাহঃ) বলেন, হযরত ইবনে উমর (রাযিঃ)-এর নিকট জিজ্ঞাসা করা হলো যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুগে মহিলাগণ কিভাবে নামায আদায় করতেন (অর্থাৎ তাশাহহুদের সময় কিভাবে বসতেন) ? তিনি উত্তরে বলেছেন, প্রথমত চার উরুর উপর বসে নামায আদায় করতেন। পরে নিতম্বের উপর বসার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করা হয়।
كتاب الصلاة
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ سُئِلَ: «كَيْفَ كُنَّ النِّسَاءُ يُصَلِّينَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ كُنَّ يَتَرَبَّعْنَ، ثُمَّ أُمِرْنَ أَنْ يَحْتَفِزْنَ»
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসের দ্বারা মহিলাদের তাশাহহুদে বসার পদ্ধতি সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এবং এটা পর্দার খুবই উপযোগী।