ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩০৬
নামাযের অধ্যায়
'আস সালাতুল উসতা' বা মধ্যবর্তী সালাত নির্ধারণ এবং আসরের সালাত ছুটে যাওয়ার ভয়ঙ্কর পাপ
(৩০৬) ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘সালাতুল উসতা' বা মধ্যবর্তী সালাত হল আসরের সালাত।
كتاب الصلاة
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: صلاة الوسطى صلاة العصر