ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩০৭
নামাযের অধ্যায়
'আস সালাতুল উসতা' বা মধ্যবর্তী সালাত নির্ধারণ এবং আসরের সালাত ছুটে যাওয়ার ভয়ঙ্কর পাপ
(৩০৭) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার আসরের সালাত ছুটে গেল যেন তার পরিবার-পরিজন ও ধনসম্পদ ধ্বংস হয়ে গেল ।
كتاب الصلاة
عن عبد الله بن عمر رضي الله عنهما مرفوعا: الذي تفوته صلاة العصر كأنما وتر أهله وماله