ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪২৪
নামাযের অধ্যায়
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪২৪) তাবিয়ি আব্দু রাব্বিহি বলেন, আমি উম্মু দারদা রা.কে দেখলাম, তিনি তার দুইহাত তার দুইকাঁধ পর্যন্ত উঠাতেন।
كتاب الصلاة
عن عبد ربه قال: رأيت أم الدرداء ترفع يديها في الصلاة حذو منكبيها