ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪২৬
নামাযের অধ্যায়
ডান হাত বাম হাতের উপর রাখা ও তার স্থান
(৪২৬) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সালাত আদায় করলাম। তিনি তাঁর ডান হাতকে বাম হাতের উপরে পেট বা বুকের উপরে রেখেছিলেন।
كتاب الصلاة
عن وائل بن حجر رضي الله عنه قال: صليت مع رسول الله صلى الله عليه وسلم ووضع يده اليمنى على يده اليسرى على صدره
হাদীসের ব্যাখ্যা:
আরবি 'সদর' বলতে পেট থেকে গলা পর্যন্ত শরীরের সম্মুখভাগ বোঝায়। দেখুন: আল-মু'জামুল ওয়াসীত ১/৫০৯। (অনুবাদক)