ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬২৯
নামাযের অধ্যায়
যে সকল ওযরের কারণে জামাআত পরিত্যাগ বৈধ
(৬২৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আযান শুনতে পেল কিন্তু জামাআতে উপস্থিত হল না তার কোনো সালাত নেই, যদি না তার অনুপস্থিতি ওযরের কারণে হয়। (ইবন মাজাহ ও দারাকুতনি সহীহ সনদে। ইবন হিব্বান ও হাকিম এই হাদীসটি সঙ্কলন করেছেন। তাদের বর্ণনায় হাদীসের শেষে রয়েছে, সাহাবিগণ বললেন, ওযর কী? তিনি বলেন, ভয় বা অসুস্থতা)।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من سمع النداء فلم يأته فلا صلاة له إلا من عذر. وزاد في رواية: قالوا وما العذر؟ قال خوف أو مرض