ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৩০
নামাযের অধ্যায়
যে সকল ওযরের কারণে জামাআত পরিত্যাগ বৈধ
(৬৩০) ইবন উমার রা. বলেন, শীত ও বৃষ্টির রাত হলে রাসূলুল্লাহ (ﷺ) মুয়াযযিনকে নির্দেশ দিতেন, মুয়াযযিন বলতেন, শুনুন! আপনারা বাড়িতে সালাত আদায় করুন।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يأمر المؤذن إذا كانت ليلة ذات برد ومطر يقول: ألا صلوا في الرحال