ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৯৫
নামাযের অধ্যায়
সন্দেহ হলে সালাত পুনরায় আদায় করা
(৮৯৫) উবাদাহ ইবনুস সামিত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে একব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়, যে সালাতের মধ্যে ভুলে গিয়েছে— কয় রাকআত পড়েছে তা বুঝতে পারছে না। তিনি বলেন, সে তার সালাত পুনরায় আদায় করবে এবং বসা অবস্থায় দুইটি সাজদা দিবে।
كتاب الصلاة
عن عبادة بن الصامت رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن رجل سها في صلاته فلم يدر كم صلى قال: ليعد صلاته وليسجد سجدتين قاعدا