ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৯৬
নামাযের অধ্যায়
সন্দেহ হলে সালাত পুনরায় আদায় করা
(৮৯৬) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, যদি তা তার প্রথম ভুল হয় তাহলে সে সালাত পুনরায় আদায় করবে। আর যদি ভুল অনেকবার হয় তাহলে সে সঠিক অবস্থা মনে করার চেষ্টা করবে এবং সাহউর জন্য দুইটি সাজদা করবে।
كتاب الصلاة
عن إبراهيم: إن كان أول نسيانه أعاد الصلاة وإن كان يكثر النسيان يتحرى الصواب وسجد سجدتي السهو
tahqiqতাহকীক:তাহকীক চলমান