ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৯৭
নামাযের অধ্যায়
সালাতের পুনরাবৃত্তি
(৮৯৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে একই সালাত একদিনে দুইবার আদায় করতে নিষেধ করেছেন।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم نهانا أن نعيد صلاة في يوم مرتين
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, এর ব্যাখ্যা হল, যদি প্রথম বারে কোনো সালাত পূর্ণরূপে পালিত হয় তাহলে তা আর দ্বিতীয়বার আদায় করা যাবে না। আল্লাহই ভালো জানেন।