ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৬২
নামাযের অধ্যায়
খুতবার বিস্তারিত বিবরণ ও খুতবার পদ্ধতি
(৯৬২) তাবিয়ি আদি ইবন সাবিত তার পিতা তাবিয়ি সাবিত থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মিম্বরের উপর দাঁড়াতেন তখন তাঁর সাহাবিগণ তাঁর দিকে মুখ করে বসতেন।
كتاب الصلاة
عن عدي بن ثابت عن أبيه قال: كان النبي صلى الله عليه وسلم إذا قام على المنبر استقبله أصحابه بوجوههم
tahqiqতাহকীক:তাহকীক চলমান