ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৬৩
নামাযের অধ্যায়
খুতবার বিস্তারিত বিবরণ ও খুতবার পদ্ধতি
(৯৬৩) জাবির ইবন সামুরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে খুতবা দিতেন। এরপর তিনি বসতেন। এরপর তিনি দাঁড়াতেন এবং দাঁড়িয়ে খুতবা দিতেন।
كتاب الصلاة
عن جابر بن سمرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يخطب قائما ثم يجلس ثم يقوم فيخطب قائما
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)