ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৫৮
নামাযের অধ্যায়
চিকিৎসার নির্দেশ
(১০৫৮) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক রোগেরই ঔষধ আছে। যদি কোনো রোগে সঠিক ঔষুধ প্রদত্ত হয় তাহলে আল্লাহর অনুমতিতে রোগমুক্তি লাভ হয়।
كتاب الصلاة
عن جابر رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: لكل داء دواء فإذا أصيب دواء الداء برأ بإذن الله
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)