ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৬০
 নামাযের অধ্যায়
চিকিৎসা শাস্ত্রে অনভিজ্ঞ ব্যক্তির জন্য চিকিৎসায় রত হওয়া অনুচিত
(১০৬০) আব্দুল্লাহ ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি চিকিৎসায় রত হবে কিন্তু চিকিৎসা বিদ্যায় তার দখল আছে বলে জানা যাবে না, সে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে ।
كتاب الصلاة
عن ابن عمرو رضي الله عنهما مرفوعا: من تطبب ولا يعلم منه طب فهو ضامن