ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯২
নামাযের অধ্যায়
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯২) উম্মু আতিয়্যা রা. রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যার গোসলের বর্ণনায় বলেন, এবং আমরা তার চুল আঁচড়ে তিনটি বেণি বানিয়ে দিই।
كتاب الصلاة
عن أم عطية رضي الله عنها في تغسيل ابنته صلى الله عليه وسلم: ومشطناها ثلاثة قرون

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এই হাদীসে স্পষ্ট বলা হয় নি যে, চুল আঁচড়ানো ও বেণি করার বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) সম্মতি প্রদান করেছিলেন। এজন্য আয়িশা রারে আপত্তিই অগ্রগণ্য। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)