ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১২৪
নামাযের অধ্যায়
শিশুর জন্য সালাতুল জানাযা
(১১২৪) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জন্মের পরে চিৎকার না করলে শিশুর জন্য সালাতুল জানাযা আদায় করা হবে না, সে উত্তরাধিকারী হবে না, কেউ তার উত্তরাধিকারী হবে না।
كتاب الصلاة
عن جابر رضي الله عنه مرفوعا: الطفل لا يصلى عليه ولا يرث ولا يورث حتى يستهل