ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১২৫
নামাযের অধ্যায়
শিশুর জন্য সালাতুল জানাযা
(১১২৫) তাবিয়ি হাসান বসরি বলেন, শিশুর জন্য সালাতুল জানাযায় সূরা ফাতিহা পাঠ করবে এবং বলবে, 'হে আল্লাহ, আপনি একে আমাদের জন্য (জান্নাতের দিকে) অগ্রবর্তী, অগ্রগামী ও পুরস্কার হিসাবে সংরক্ষিত করুন'।
كتاب الصلاة
عن الحسن قال: يقرأ على الطفل بفاتحة الكتاب ويقول: اللهم اجعله لنا فرطا وسلفا وأجرا