ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩৪৪
রোযার অধ্যায়
সারা বছর সিয়াম পালন
(১৩৪৪) আবু কাতাদা আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সর্বদা সিয়াম পালনকারীর বিষয়ে বলেন, এই ব্যক্তি সিয়ামও পালন করল না এবং ইফতারও করল না।
كتاب الصيام
عن أبي قتادة الأنصاري رضي الله عنه مرفوعا: (فيمن يصوم الدهر) لا صام ولا أفطر