ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৬০
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জ বা উমরাহ পালনকারীর মর্যাদা
(১৩৬০) আমর ইবনুল আস রা. (তার ইসলাম গ্রহণের দীর্ঘ হাদীসের মধ্যে) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেন, হজ্জ তার আগে যা কিছু (পাপ) তা ধ্বংস করে দেয়।
كتاب الحج
عن عمرو بن العاص رضي الله عنه مرفوعا: أن الحج يهدم ما كان قبله
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)