ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৬১
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জ আদায় না করার ভয়ঙ্কর পরিণতি বর্ণনা করা
(১৩৬১) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তিকে কোনো অসুস্থতা, অথবা কোনো স্পষ্ট প্রয়োজন, অথবা অত্যাচারী শাসক আটক করে নি, অথচ সে হজ্জ করে নি, সে ইচ্ছা হলে ইয়াহুদি হয়ে মরুক এবং ইচ্ছা হলে নাসারা হয়ে মরুক।
كتاب الحج
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: من لم يحبسه مرض أو حاجة ظاهرة أو مشقة ظاهرة أو سلطان جائر فلم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا