ফিকহুস সুনান ওয়াল আসার
১০. শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ১৭৬৭
শপথ ও মান্নতের অধ্যায়
অনির্ধারিত মানতের কাফফারা
(১৭৬৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সাধ্যাতীত কোনো মানত করবে তার কাফফারা হল শপথের কাফফারা।
كتاب الأيمان والنذور
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من نذر نذرا لا يطيقه فكفارته كفارة يمين
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এ হল মানতকারীকে শাসনের জন্য বিধান।