ফিকহুস সুনান ওয়াল আসার
১০. শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ১৭৬৮
শপথ ও মান্নতের অধ্যায়
অনির্ধারিত মানতের কাফফারা
(১৭৬৮) ইবন আব্বাস রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে ফাতওয়া জানতে চায়। সে শপথ করে নিজের উপর একটি উট মানত করে । তখন তিনি তাকে একটি উট প্রদানের ফাতওয়া দেন এবং তাকে ধমক দেন, যেন সে এরূপ কর্ম আর না করে।
كتاب الأيمان والنذور
عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم أتاه رجل يستفتيه كان جعل على نفسه بدنة في يمين حلف بها فأفتاه ببدنة من الإبل وزجر الرجل أن يعود