ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮০৫
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
'মুহসান' বা ‘পরিপূর্ণ বিবাহিত ব্যক্তি ব্যভিচারের স্বীকারোক্তি করলে তাকে 'রজম' বা প্রস্তরাঘাতে হত্যা করতে হবে। শাসকের নিকট স্বীকারোক্তির পদ্ধতি এবং মৃত্যুর পরে করণীয়
(১৮০৫) আবু সায়ীদ খুদরি রা. উপরের ঘটনার বর্ণনায় বলেন, আমরা তাকে বাঁধি নি, তার জন্য কোনো গর্ত তৈরী করি নি। আমরা হাড়, মাটির ঢিলা, ইটের টুকরা ইত্যাদি দিয়ে আঘাত করি।
كتاب الحدود
عن أبي سعيد الخدري رضي الله عنه: ...فما أوثقناه ولا حفرنا له قال فرميناه بالعظم والمدر والخزف .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৮০৫ | মুসলিম বাংলা