ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮০৬
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
'মুহসান' বা ‘পরিপূর্ণ বিবাহিত ব্যক্তি ব্যভিচারের স্বীকারোক্তি করলে তাকে 'রজম' বা প্রস্তরাঘাতে হত্যা করতে হবে। শাসকের নিকট স্বীকারোক্তির পদ্ধতি এবং মৃত্যুর পরে করণীয়
(১৮০৬) বুরাইদা** রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উক্ত ব্যক্তি সম্পর্কে বলেন, তোমাদের অন্যান্য মৃতদের মতোই এই লোকটিকে গোসল করাও, কাফন পরাও, সুগন্ধি লাগাও এবং সালাতুল জানাযা আদায় করো।
كتاب الحدود
عن بريدة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اصنعوا به ما تصنعون بموتاكم من الغسل والكفن والحنوط والصلاة عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮০৬ | মুসলিম বাংলা