ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮৩৯
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
কত মূল্যের দ্রব্য চুরি করলে হাত কাটা হবে
(১৮৩৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ অভিশাপ দেন সেই চোরকে যে সামান্য শিরস্ত্রাণ চুরি করে, যে জন্য তার হাতটি কাটা যায় বা একটি রশি চুরি করে যে জন্য তার হাতটি কাটা যায়।
كتاب الحدود
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لعن الله السارق يسرق البيضة فتقطع يده ويسرق الحبل فتقطع يده
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এর অর্থ সম্ভবত চুরির অভ্যাসের ভয়াবহ পরিণতি বোঝানো । কারণ একজন মানুষ সামান্য রশি, দড়ি বা এই জাতীয় দ্রব্যাদি চুরি করতে করতে চোরে পরিণত হয় এবং এরপর সে মূল্যবান দ্রব্য চুরি করে এবং তার হাত কাটা যায়। এই হাত কাটার পেছনে সামান্য দ্রব্যাদি চুরির অভ্যাসই ছিল মূল কারণ। অথবা চুরির অপরাধে হাত কাটার ন্যূনতম মূল্যমান নির্ধারণের পূর্বে এ কথা রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন । অথবা এখানে শিরস্ত্রাণ বা রশি বলতে মূল্যবানগুলো বুঝানো হয়েছে। বুখারি এই হাদীস উদ্ধৃত করে বলেন, তাবিয়ি সুলাইমান ইবন মিহরান আ'মাশ (১৪৭ হি.) বলতেন, তারা মনে করতেন, অনেক লৌহ শিরস্ত্রাণ এবং রশি বেশ মূল্যবান হতে পারে ।