ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮৫৮
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
দশ বেত্রাঘাতের বেশী তা'যীর না হওয়ার ব্যাখ্যা
(১৮৫৮) আবু বুরদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, শুধুমাত্র আল্লাহর নির্ধারিত কোনো হদ্দ বা শরীআতি শাস্তি ছাড়া কাউকে দশ বেত্রাঘাতের বেশী আঘাত করা যাবে না।
كتاب الحدود
عن أبي بردة رضي الله عنه مرفوعا: لا يجلد فوق عشر جلدات إلا في حد من حدود الله
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, যালিম শাসক-প্রশাসকদের যুলুম রোধ করা এবং যে কোনো সামান্য বিষয়ে শাস্তি প্রদান বন্ধ করা ।