ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৭৪
জিহাদ অধ্যায়
শত্রুর দেশ থেকে হিজরত বা দেশত্যাগ করা
(১৮৭৪) আব্দুল্লাহ ইবন ওয়াকদান সা'দি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যতদিন পর্যন্ত কাফিরদের সাথে যুদ্ধ চলবে ততদিন হিজরত বন্ধ হবে না।
كتاب الجهاد
عن عبد الله بن وقدان السعدي مرفوعا: لا تنقطع الهجرة ما قوتل الكفار

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এছাড়া যে কোনো নিষিদ্ধ বিষয় পরিত্যাগ করাকেও হাদীসে হিজরত বলে অভিহিত করা হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৭৪ | মুসলিম বাংলা