ফিকহুস সুনান ওয়াল আসার

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২১০৪
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারক নিয়োগ ও তাদের বেতন নির্ধারণের দায়িত্ব রাষ্ট্র প্রধানের
(২১০৪) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ইয়ামানে বিচারক হিসেবে প্রেরণ করেন।... হাদীসের মধ্যে তিনি বলেন, তখন আমি ছিলাম অল্পবয়স্ক।
كتاب القضاء
عن علي رضي الله عنه قال: بعثني رسول الله صلى الله عليه وسلم إلى اليمن قاضيا.. …الحديث وفيه: وأنا حديث السن
tahqiqতাহকীক:তাহকীক চলমান