ফিকহুস সুনান ওয়াল আসার
১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ২১০৮
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারপদ্ধতি, প্রশাসন ও বিচারের পরিচালনার নিয়মনীতি
(২১০৮) আব্দুল্লাহ ইবন যুবাইর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিধান প্রদান করেছেন যে, বিচারপ্রার্থী বাদী-বিবাদী উভয়পক্ষ বিচারকের সামনে বসবে।
كتاب القضاء
عن عبد الله بن الزبير رضي الله عنه قال: قضى رسول الله صلى الله عليه وسلم أن الخصمين يقعدان بين يدي الحاكم