ফিকহুস সুনান ওয়াল আসার

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২১০৯
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারপদ্ধতি, প্রশাসন ও বিচারের পরিচালনার নিয়মনীতি
(২১০৯) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বাদী-বিবাদী উভয়ের একজনকে বাদ দিয়ে অন্যকে দাওয়াত দিতে বা শুধু একজনের মেহমানদারি করতে নিষেধ করেছেন।
كتاب القضاء
علي رضي الله عنه قال: نهى النبي صلى الله عليه وسلم أن يضيف أحد الخصمين دون الآخر
tahqiqতাহকীক:তাহকীক চলমান