ফিকহুস সুনান ওয়াল আসার

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২১১০
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারপদ্ধতি, প্রশাসন ও বিচারের পরিচালনার নিয়মনীতি
(২১১০) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন বিচারপ্রার্থী উভয়পক্ষ (বাদী ও বিবাদী) তোমার সামনে বসবে, তখন তুমি একজনের বক্তব্য যেভাবে শুনবে, অপরজনের বক্তব্য সেভাবে না শোনা পর্যন্ত বিচার করবে না। এভাবে উভয়ের বক্তব্য পুরোপুরি শ্রবণ করা তোমার জন্য বিচার্য বিষয়টি সুস্পষ্টতর করে দেবে।
كتاب القضاء
عن علي رضي الله عنه مرفوعا: فإذا جلس بين يديك الخصمان فلا تقضين حتى تسمع من الآخر كما سمعت من الأول فإنه أحرى أن يتبين لك القضاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান