ফিকহুস সুনান ওয়াল আসার
২৯. জবরদস্তি, নিষেধাজ্ঞা, অনুমতি
হাদীস নং: ২২২৩
জবরদস্তি, নিষেধাজ্ঞা, অনুমতি
ক্রীতদাসের দাওয়াত কবুল করা
(২২২৩) আনাস রা. বলেন, বারীরাহ রা., যিনি একজন মুক্তিচুক্তিতে আব্দ্ধ ক্রীতদাসী ছিলেন, নবী (ﷺ) কে কিছু গোশত হাদিয়া প্রদান করেন। এই গোশত বারীরাহ রা.কে সাদকা বা যাকাত হিসেবে প্রদান করা হয়েছিল । রাসূলুল্লাহ (ﷺ) তা গ্রহণ করে বলেন, তা বারীরাহর জন্য সাদকা আর আমাদের জন্য হাদিয়া।
كتاب الإكراه والحجر والمأذون
عن أنس رضي الله عنه قال: أهدت بريرة رضي الله عنها إلى النبي صلى الله عليه وسلم لحما تصدق به عليها فقال: هو لها صدقة ولنا هدية.
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, উপরের হাদীসগুলো থেকে জানা যায় যে, দাসদাসীর দাওয়াত ও হাদিয়া কবুল করা যাবে। সম্ভবত এখানে দাসদাসী বলতে ‘অনুমতিপ্রাপ্ত’ দাসদাসী বোঝানো হয়েছে । আল্লাহই ভালো জানেন।