ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৬১
জবাইয়ের নিয়মাবলি
কী দিয়ে জবাই করা বৈধ
(২২৬১) আদি ইবন হাতিম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার যা দিয়ে ইচ্ছা তা দিয়ে রক্ত প্রবাহিত করো (জবাই করো) এবং আল্লাহর নাম স্মরণ করো।
كتاب الذبائح
عن عدي بن حاتم الطائي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أمرر الدم بما شئت واذكر اسم الله.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৬১ | মুসলিম বাংলা