ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৮৯
জবাইয়ের নিয়মাবলি
দাঁড়িয়ে পানাহার করা
(২২৮৯) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দাঁড়িয়ে এবং বসে পান করতে দেখেছি।
كتاب الذبائح
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال: رأيت رسول الله صلى الله عليه وسلم يشرب قائما وقاعدا
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এ হল মূল বিধান, অর্থাৎ দাঁড়িয়ে ও বসে পানাহার করা বৈধ তবে দাঁড়িয়ে পানাহার বর্জন করাই উত্তম; কারণ নিম্নের হাদীসে দাঁড়িয়ে পানাহার নিষেধ করা হয়েছে ।