ফিকহুস সুনান ওয়াল আসার
৩৬. অনাবাদী জমি আবাদ করা
হাদীস নং: ২৪২৬
অনাবাদী জমি আবাদ করা
কূপের সীমানা
(২৪২৬) আব্দুল্লাহ ইবন মুগাফফাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো কূপ খনন করে তবে তার পাশে চল্লিশ হাত জায়গার অধিকার সে লাভ করবে তার পশুপালের অবস্থানের জন্য।
كتاب إحياء الموات
عن عبد الله بن مغفل رضي الله عنه مرفوعا: من حفر بئرا فله أربعون ذراعا عطنا لماشيته.