ফিকহুস সুনান ওয়াল আসার
৩৭. হালাল-হারাম পানীয়
হাদীস নং: ২৪৩৩
হালাল-হারাম পানীয়
মদের উপাদান, সকল মাদকদ্রব্য হারাম, বেশীতে মাদকতা আসলে কমও হারাম
(২৪৩৩) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সকল মাদক দ্রব্যই মদ বলে গণ্য এবং সকল মাদক দ্রব্যই হারাম।
كتاب الأشربة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: كل مسكر خمر وكل مسكر حرام.