ফিকহুস সুনান ওয়াল আসার

৩৭. হালাল-হারাম পানীয়

হাদীস নং: ২৪৩৪
হালাল-হারাম পানীয়
মদের উপাদান, সকল মাদকদ্রব্য হারাম, বেশীতে মাদকতা আসলে কমও হারাম
(২৪৩৪) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যা বেশী গ্রহণ করলে মাদকতা আসে তার অল্পও হারাম।
كتاب الأشربة
عن جابر رضي الله عنه مرفوعا: ما أسكر كثيره فقليله حرام.
tahqiqতাহকীক:তাহকীক চলমান