ফিকহুস সুনান ওয়াল আসার

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৫২১
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
সম্পদের একতৃতীয়াংশে ওসিয়্যত এবং একতৃতীয়াংশ অনেক
(২৫২১)সা'দ ইবন আবী ওয়াক্কাস রা. বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি সম্পদশালী মানুষ, কিন্তু আমার একটিমাত্র মেয়ে ছাড়া কোনো উত্তরাধিকারী নেই । আমি কি আমার দুইতৃতীয়াংশ সম্পদ দান করে দিব? তিনি বলেন, না। আমি বললাম, তবে কি আমি অর্ধেক মাল দান করে দিব? তিনি বলেন, না। তুমি একতৃতীয়াংশ দান করতে পার এবং একতৃতীয়াংশই অনেক। তোমার উত্তরাধীকারীদেরকে মানুষের সাহায্যপ্রার্থী দরিদ্ররূপে রেখে যাওয়ার চেয়ে তাদেরকে সচ্ছল-ধনী রেখে যাওয়া তোমার জন্য উত্তম।
كتاب الوصايا و الفرائض
عن سعد بن أبي وقاص رضي الله عنه قال: قلت يا رسول الله أنا ذو مال ولا يرثني إلا ابنة لي واحدة أفأتصدق بثلثي مالي؟ قال: لا قال: أفأتصدق بشطره؟ قال: لا الثلث والثلث كثير إنك أن تذر ذريتك أغنياء خير من أن تذرهم عالة يتكففون النّاس.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)