রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ
৬. সালাম-মুসাফাহার আদব
হাদীস নং: ৮৫৯
সালাম-মুসাফাহার আদব
পরিচ্ছেদ:৪ কাছাকাছি সময়ে কারও সঙ্গে বার বার সাক্ষাৎ হলে বার বার সালাম দেওয়া, যেমন (কোনও কক্ষে) প্রবেশ করল, তারপর বের হয়ে আসল, তারপর সঙ্গে সঙ্গে আবার প্রবেশ করল কিংবা দুজনের মাঝখানে গাছ বা অন্যকিছুর আড়াল দেখা দিল
হাদীছ নং: ৮৫৯
হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে, তখন তাকে যেন সালাম দেয়। তারপর যদি তাদের দু'জনের মাঝখানে কোনও গাছ, দেওয়াল বা পাথরের আড়াল পড়ে, তারপর আবার তার সঙ্গে সাক্ষাৎ হয়, তখনও যেন তাকে সালাম দেয়। -আবু দাউদ
(সুনানে আবু দাউদ : ৫২০০; বুখারী, আল আদাবুল মুফরাদ: ১০১০; মুসনাদে আবু ইয়া'লা : ৬৩৫০; বায়হাকী, শু'আবুল ঈমান: ৮৪৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩২৯)
হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে, তখন তাকে যেন সালাম দেয়। তারপর যদি তাদের দু'জনের মাঝখানে কোনও গাছ, দেওয়াল বা পাথরের আড়াল পড়ে, তারপর আবার তার সঙ্গে সাক্ষাৎ হয়, তখনও যেন তাকে সালাম দেয়। -আবু দাউদ
(সুনানে আবু দাউদ : ৫২০০; বুখারী, আল আদাবুল মুফরাদ: ১০১০; মুসনাদে আবু ইয়া'লা : ৬৩৫০; বায়হাকী, শু'আবুল ঈমান: ৮৪৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩২৯)
كتاب السلام
باب استحباب إعادة السلام عَلَى من تكرر لقاؤه عَلَى قرب بأن دخل ثم خرج ثُمَّ دخل في الحال، أَو حال بينهما شجرة ونحوهما
859 - وعنه، عن رسول الله - صلى الله عليه وسلم - قَالَ: «إِذَا لَقِيَ أَحَدُكُمْ أخَاهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإنْ حَالَتْ بَيْنَهُمَا شَجَرَةٌ، أَوْ جِدَارٌ، أَوْ حَجَرٌ، ثُمَّ لَقِيَهُ، فَلْيُسَلِّمْ عَلَيْهِ». رواه أَبُو داود. (1)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছটি দ্বারা সালামের ব্যাপক চর্চার প্রতি উৎসাহিত করা হয়েছে। যতবার দেখা হয়, সালাম দেবে ততোবার। সে দেখাটা যত অল্প সময়ের মধ্যেই হোক। একসঙ্গে কোথাও যাওয়া হচ্ছে। এ অবস্থায় দু'জনের মাঝখানে কোনও গাছ, প্রাচীর বা এরকম কিছু যারা ক্ষণিকের আড়াল সৃষ্টি হল। তারপর মুহূর্তের মধ্যেই আবার দেখা হয়ে গেল। এই যে ক্ষণিকের বিরতির পর সাক্ষাৎ, এ অবস্থায়ও সালাম দিতে বলা হয়েছে। সালাম আল্লাহ তা'আলার স্মরণ, তাঁর কাছে দু'আ, এটা নিরাপত্তার বাণী, এতে রয়েছে দশ থেকে ত্রিশ পর্যন্ত ছাওয়াব, এত বিপুল কল্যাণ যেই সহজ ও ছোট্ট একটি কাজের মধ্যে, তা তো বারবারই করা চাই। এর দ্বারা পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। যে কাজ দ্বারা পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, তা বারবার করাই কাম্য। তাই সাহাবায়ে কেরাম বারবারই এ আমলটি করতেন। অতি অল্প সময়ের বিচ্ছিন্নতার পরও যখন দেখা হয়ে যেত, পুনরায় সালাম দিতেন।
হযরত আনাস ইবন মালিক রাযি. বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতাম আর এ অবস্থায় আমাদের মাঝখানে কোনও গাছ পড়ত, তারপর আবার পরস্পরের মধ্যে সাক্ষাৎ হত, তখন আমরা একে অন্যকে সালাম দিতাম। (তাবারানী, আল মু'জামুল আওসাত : ৭৯৮৭; বুখারী, আল আদাবুল মুফরাদ : ১০১১)
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. অতি অল্প সময়ের বিচ্ছিন্নতার পরও পুনরায় দেখা হলে পুনরায় সালাম দেওয়া চাই।
খ. নেকীর কাজ যত বেশি করা যায় ততোই কল্যাণ। তাই একে কখনও তাচ্ছিল্য করতে নেই।
হযরত আনাস ইবন মালিক রাযি. বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতাম আর এ অবস্থায় আমাদের মাঝখানে কোনও গাছ পড়ত, তারপর আবার পরস্পরের মধ্যে সাক্ষাৎ হত, তখন আমরা একে অন্যকে সালাম দিতাম। (তাবারানী, আল মু'জামুল আওসাত : ৭৯৮৭; বুখারী, আল আদাবুল মুফরাদ : ১০১১)
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. অতি অল্প সময়ের বিচ্ছিন্নতার পরও পুনরায় দেখা হলে পুনরায় সালাম দেওয়া চাই।
খ. নেকীর কাজ যত বেশি করা যায় ততোই কল্যাণ। তাই একে কখনও তাচ্ছিল্য করতে নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)