আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৯- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৬২৬২
আন্তর্জাতিক নং: ৬৭১৯
- শপথ ও মান্নতের অধ্যায়
২৭৮৯. কসমের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা।
৬২৬২। আবু নু'মান (রাহঃ) কর্তৃক (পূর্বের হাদীসে) হাম্মাদ (রাহঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ কিন্তু আমি আমার কৃত কসমের কাফফারা আদায় করি এবং যেটি কল্যাণকর সেটি বাস্তবায়িত করি। 
অথবা বলেছেনঃ যেটি কল্যাণকর সেটি বাস্তবায়িত করি এবং তার কাফফারা আদায় করে দেই।
অথবা বলেছেনঃ যেটি কল্যাণকর সেটি বাস্তবায়িত করি এবং তার কাফফারা আদায় করে দেই।
كتاب الأيمان والنذور
باب الاِسْتِثْنَاءِ فِي الأَيْمَانِ
6719 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، وَقَالَ: " إِلَّا كَفَّرْتُ عَنْ يَمِينِي، وَأَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ - أَوْ: أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَكَفَّرْتُ - "
বর্ণনাকারী: