আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭০- উত্তরাধিকার সংক্রান্ত

হাদীস নং: ৬৩০৫
আন্তর্জাতিক নং: ৬৭৬১
- উত্তরাধিকার সংক্রান্ত
২৮১৩. কোন কওমের আযাদকৃত গোলাম তাদেরই অন্তর্ভুক্ত। আর বোনের ছেলেও ঐ কওমের অন্তর্ভুক্ত।
৬৩০৫। আদম (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন কওমের (আযাদকৃত) গোলাম তাদেরই অন্তর্ভুক্ত অথবা এজাতীয় কোন কথা বলেছেন।
كتاب الفرائض
باب مَوْلَى الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ، وَابْنُ الأُخْتِ مِنْهُمْ
6761 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ، وَقَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَوْلَى القَوْمِ مِنْ أَنْفُسِهِمْ» أَوْ كَمَا قَالَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)