আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭০- উত্তরাধিকার সংক্রান্ত

হাদীস নং: ৬৩০৬
আন্তর্জাতিক নং: ৬৭৬২
- উত্তরাধিকার সংক্রান্ত
২৮১৩. কোন কওমের আযাদকৃত গোলাম তাদেরই অন্তর্ভুক্ত। আর বোনের ছেলেও ঐ কওমের অন্তর্ভুক্ত।
৬৩০৬। আবুল ওয়ালিদ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন কওমের বোনের পুত্র সে কওমেরই অন্তর্ভুক্ত। এখানে তিনি مِنْهُمْ বলেছেন অথবা مِنْ أَنْفُسِهِمْ বলেছেন।
كتاب الفرائض
باب مَوْلَى الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ، وَابْنُ الأُخْتِ مِنْهُمْ
6762 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ابْنُ أُخْتِ القَوْمِ مِنْهُمْ - أَوْ: مِنْ أَنْفُسِهِمْ - "
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)