মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
২. ঈমান ও ইসলামের বর্ণনা
হাদীস নং: ১
আন্তর্জাতিক নং: ৭৮৬৩
ঈমান ও ইসলামের বর্ণনা
১. পরিচ্ছেদঃ ঈমান ও ইসলামের গুরুত্ব
(১) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হল, কোন্ কাজটি সর্বোৎকৃষ্ট আর কোন কাজটি সর্বোত্তম? তিনি উত্তরে বললেন, আল্লাহ ও তাঁর রাসূলে (ﷺ) বিশ্বাস স্থাপন।প্রশ্নকর্তা বলেন, এরপর কী হে আল্লাহর রাসূল (ﷺ)! রাসূল বললেন, জিহাদ ফী সাবীলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা (হচ্ছে) সর্বোত্তম কাজ।প্রশ্নকারী বলেন, এর পর কী ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, আল্লাহর কাছে মকবুল (গ্রহণ যোগ্য) হজ্জ। (বুখারী ও মুসলিম নাসাঈ ও তিরমিযী)
كتاب الإيمان والإسلام
(1) باب فيما جاء فى فضلهما
(1) عن ابى هريرة رضى الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم اى الاعمال خير قال ايمان بالله ورسوله صلى الله عليه وسلم قال ثم أي يا رسول الله قال الجهاد فى سبيل الله سنام (1) العمل، قال ثم أى يا رسول الله قال حج مبرور (2)