মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৯৭
ঈমান ও ইসলামের বর্ণনা
১. পরিচ্ছেদঃ ঈমান ও ইসলামের গুরুত্ব
(২) উমর (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রেখে মৃত্যুবরণ করে, তাঁকে বলা হবে, জান্নাতের আটটি দরজার মধ্যে তোমার পছন্দমত যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ কর। ( এ হাদীসটি অন্য কোথাও পাওয়া যায় নি।তবে এ বক্তব্য তিবরানী, বুখারী ও মুসলিম সমর্থিত)
كتاب الإيمان والإسلام
(1) باب فيما جاء فى فضلهما
(2) وعن عمر بن الخطاب رضى الله عنه انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من مات يؤمن بالله واليوم الآخر قيل له ادخل الجنة من أى أبواب الجنة الثمانية شئت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২ | মুসলিম বাংলা