মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
১. একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
হাদীস নং: ১৫
আন্তর্জাতিক নং: ২৮১২
একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
(২) পরিচ্ছেদঃ আল্লাহ মাহাত্ম্য, পরম শক্তি ও তাঁর প্রতি সৃষ্টির নির্ভরশীলতা প্রসঙ্গে
(১৫) আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যখন গভীর রাতে (মধ্যরাতে) সালাত আদায়ের উদ্দেশ্যে দণ্ডায়মান হতেন তখন এই দোয়া পাঠ করতেন- اللهم لك الحمد، أنت نور السموات والأرض....... انت إلهي لا إله إلا أنت হে আল্লাহ, তোমরা জন্য তাবৎ প্রশংসা, তুমি আকাশসমূহ এবং ভূমণ্ডলের এবং এতদউভয়ের মধ্যস্থিত সবকিছুর জ্যোতি এবং তোমরা তরে তাবৎ প্রশংসা, তুমি আকাশসমূহ ও ভূমণ্ডলের এবং এতদউভয়ের মধ্যস্থিত সবকিছুর নিয়ামক; তোমরা তরে সকল প্রশংসা, তুমি সত্য, তোমরা কথা বা বাণী সত্য, তোমরা প্রতিশ্রুতি সত্য, তোমরা সাহ্মাৎ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত (প্রলয় দিবসের নির্ধারিত সময়) সত্য।হে আল্লাহ তোমরা তরে আমার শির অবনত (আমি তোমরা ইচ্ছার সম্মুখে ইসলাম গ্রহণ করলাম); তোমরা প্রতি আমি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছি; তোমরা উপর আমি পূর্ণ ভরসা করেছি; তোমরাই প্রতি আমি আনত; তোমরাই জন্য আমি লড়েছি; তোমরা নির্দেশমত আমি মীমাংসা করেছি।সৃতরাং তুমি আমার ভবিষ্যত, আমার গোপন ও আমার প্রকাশ্য ক্রটিসমূহ হ্মমা কর, আমার অতীত।তুমিই একমাত্র আমার ইলাহ বা উপাস্য, তুমি ভিন্ন অন্য কোন উপাস্য নেই।[বুখারী, মুসলিম ও অন্যান্য]
كتاب التوحيد
(2) باب في عظمة الله تعالى وكبريائه وكمال قدرته وافتقار الخلق إليه
(15) وعن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلي الله عليه وسلم كان إذا قام إالي الصلاة من حوف الليل يقول اللهم لك الحمد، أنت نور السموات والأرض ومن فيهن ولك الحمد انت قيام (2) السموات والأرض ومن فيهن ولك الحمد: أنت رب السموات والأرض ومن فيهن ولك الحمد، أنت الحق وقولك الحق ووعدك الحق، ولقاؤك حق والجنة حق والنار حق والساعة حق، اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لي ما قدمت وأخرت وأسررت وأعلنت انت إلهي لا إله إلا أنت