মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
১. একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
হাদীস নং: ১৭
আন্তর্জাতিক নং: ৮৬১০
একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
(৩) পরিচ্ছেদঃ আল্লাহর গুণাবলী এবং সর্বপ্রকার ক্রটি থেকে তাঁর উর্ধ্বে থাকা প্রসঙ্গে
(১৭) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন,রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ জাল্লা শানুহু বলেনঃ আমার বান্দা আমাকে মিথ্যারোপ করে থাকে অথচ তার এরূপ করা সমীচীন নয়।আমাকে গালি দেয়, অথচ তার জন্য তা সমীচীন নয়।আমাকে তার মিথ্যারোপের নমুনা হচ্ছে, (অন্য বর্ণনায় আমাকে তার মিথ্যারোপ হলঃ) সে বলে আমাদেরক যেভাবে (সৃজনের) সূচনা করেছিলেন, সেভাবে আল্লাহ আমাদেরকে কখনই ফিরিয়ে আনতে পারবেন না।আর আমাকে তার গালি দেয়ার প্রক্রিয়া হচ্ছে, সে বলে, আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছেন।অথচ আমি হচ্ছি ‘সামাদ’ অমুখাপেহ্মী যে, কাউকে জন্ম দেই না এবং আমি কারো জাতকও নই; এবং হতে পারে না কেউ আমার সমকহ্ম।
كتاب التوحيد
(3) باب في صفاته عز وجل وتنزيهه عن كل نقص
(17) وعن أبي هريره رضى الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم قال الله عز وجل كذبني (1) عبدي ولم يكن له ذلك، وشتكني ولم يكن له ذلك، تكذيبه إياى (وفي رواية فأما تكذيبه إياى) أن يقول فلن يعيدنا كما بدأنا، وأما شتمه إياى يقول إتخذ الله ولداً وأنا الصمد الذي لم ألاد ولم أولد ولم يكن لي كفوا أحد