মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
১. একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
হাদীস নং: ১৮
আন্তর্জাতিক নং: ৭২৪৫
একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
(৩) পরিচ্ছেদঃ আল্লাহর গুণাবলী এবং সর্বপ্রকার ক্রটি থেকে তাঁর উর্ধ্বে থাকা প্রসঙ্গে
(১৮) একই বর্ণনাকারী থেকে আরও বর্ণিত তিনি বলেন, রাসূল (ﷺ) বলেন, মহাপ্রভু আল্লাহ বলেন- আদম সন্তান আমাকে পীড়া দেয়।সে ‘কাল’ বা ‘সময়-কে গালি দেয়।অথচ আমিই ‘কাল’ আমার হাতেই নিয়ামক; রাত্রি ও দিবসের পরিবর্তন আমিই ঘটাই। (বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب التوحيد
(3) باب في صفاته عز وجل وتنزيهه عن كل نقص
(18) وعنه أيضا قال قال رسول الله صلي الله عليه وسلم قال اللع عز وجل يؤذيني ابن آدم يسب الدهر (2) وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار